নড়াইলে হাজারো কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ভাষণ

নড়াইলে হাজারো কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ভাষণ

শেয়ার করুন
নড়াইলে হাজারো কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ভাষণ
নড়াইলে হাজারো কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ভাষণ

।। কার্ত্তিক দাস, নড়াইল।।

সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে দিবসটি পালনে নানা আয়োজন থাকলেও জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মূল অনুষ্ঠানটি হয় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে। এখানে বেলা ১১টায় শুরু হয় ঐতিহাসিক ভাষণের অনুকরণীয় অনুষ্ঠান।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী বাংলাদেশের জাতিয় পতাকার আদলে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতিয় সঙ্গীত উচ্চারিত করে।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.রবিউল ইসলাম,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো.নিজাম উদ্দীন খান,পৌর মেয়র আনজুমান আরা,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুনডু প্রমুখ।

বক্তারা বলেন,এই যে ভাষণ তিনি কে? কি তাঁর পরিচয়? তাঁকে নিয়ে কেন এতো আলোচনা? কেন এতো আয়োজন? এ প্রজন্ম জানে না।

এ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তাঁর পরিচিতি। তুলে ধরতে হবে তাঁর কর্মপন্থা। তুলে ধরতে হবে সেই ৭ মার্চের ভাষণের গুরুত্ব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। মুক্তিযুদ্ধে কারা নেতৃত্ব দিয়েছিলেন। কাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি।#