নড়াইলে শ্রমিকের মুজুরি এক হাজার টাকার জন্য প্রাণ গেল !

নড়াইলে শ্রমিকের মুজুরি এক হাজার টাকার জন্য প্রাণ গেল !

শেয়ার করুন

 

Narail_map

 

 

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামে সৈয়দ আলী শেখ (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সৈয়দ আলী পাশের হলদাহ গ্রামের আজিবার শেখের ছেলে।

তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে রোববার (২২ আগস্ট) রাতে মারা যায় সৈয়দ আলী। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

সৈয়দ আলীদের আদি নিবাস ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বানা গ্রামে। প্রায় ২০ আগে হলদাহ গ্রামে বসবাস শুরু করে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দ আলী কয়েকদিন আগে কামারগ্রামের নাসির শেখের জমিতে শ্রমিকের কাজ করে। পারিশ্রমিক বাবদ এক হাজার টাকা দেয়ার কথা ছিল। গত ২১ আগস্ট সন্ধ্যায় নাসির শেখের বাড়িতে সেই পাওনা টাকা চাইতে যায় সৈয়দ আলী। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসিরের পরিবারের লোকজন সৈয়দ আলীকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় সৈয়দ আলীর চিৎকারে আত্মীয় সৌরভ ও হেলাল প্রতিবাদ করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।

 

হলদাহ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা হবিবর রহমান বলেন, ঘাম শুকানোর সঙ্গে সঙ্গে শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করুন। এমন বাক্য শুধু বই-পত্র আর রাজনীতিবিদদের ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাস্তবে তা দেখা মেলা ভার।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।