নড়াইলে  শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন পরিচালনায় সকল মহলের সহযোগিতা চাইলেন পুলিশ প্রশাসন

নড়াইলে  শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন পরিচালনায় সকল মহলের সহযোগিতা চাইলেন পুলিশ প্রশাসন

শেয়ার করুন

 

narail sp

।। নড়াইল প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেটে এ সভার আয়োজন করা হয়। ১১ নভেম্বর এই উপজেলার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর থানার ওসি মো.শওকত কবির,জেলা বিশেষ শাখার ডিআইও (১) মীর শরিফুল ইসলাম,ওসি (ডিবি) সুকান্ত সাহাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ।

পুলিশ সুপার আরো বলেন নির্বাচনে কোন প্রকার সহিংসতা ঘটানো কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ কঠোর হস্তে দমন করবে। নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী প্রতিটি চেয়ারম্যান পদপ্রার্থীসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।