নড়াইলের কালিয়ায় বর্ষা হলেই যে রাস্তায় চলাচল করা যায় না

নড়াইলের কালিয়ায় বর্ষা হলেই যে রাস্তায় চলাচল করা যায় না

শেয়ার করুন

narail_kalia_Village_Road

ছবি এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল।।
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের শিবপুর থেকে মাথাভাঙ্গা পর্যন্ত এক
কিলোমিটার রাস্তা কাচা। দেশ স্বাধীনের পর এই রাস্তায় কোন সংস্কার কাজ না করায় জনদুর্ভোগ
বেড়েই চলেছে। আঠালে মাটি হওয়ায় সামান্য বর্ষা হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। এলাকার মানুষ
রাস্তাইট পাকা করার দাবি করেছেন।
শনিবার (১২ জুন) সরেজমিন গিয়ে দেখা গেছে কালিয়া উপজেলা শহর এবং ইউনিয়ন পরিষদে যেতে হলে
এই একটি মাত্র রাস্তা রয়েছে। পুরো রাস্তাটি কাদায় পরিপূর্ণ। মাতৃ প্রসবকালীণসহ জরুরি
প্রয়োজনে কোন ভ্যানচালক যাত্রী নিয়ে এই রাস্তায় যেতে চায় না। স্কুল কলেজের শিক্ষার্থীদের
খালি পায়ে হেটে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।
শিবপুর গ্রামের স্কুল শিক্ষক হিমায়েত সরদার বলেন,মাত্র এক কিলোমিটার রাস্তা ইটের সোলিং
অথবা পাকা (ঢালাই) করে দিলেও আমাদের দুর্ভোগ কমে। তিনি বলেন,জন সা্ধারণের দুর্ভোগমোচনে
কোন জনপ্রতিনিধিও এখানে পা রাাখেন না। অথচ ভোটের সময় কষ্ট হলেও তারা ভোট চাইতে চলে
আসেন। তখন অনেক প্রতিশ্রুতি দেন।
স্কুল ছাত্র অনিক হোসেন জানায়,বর্ষা মৌসুমে এলাকার কোন শিক্ষার্থী কাদা মাড়িয়ে বিদ্যালয়ে
যেতে চায় না। অনেকবার পা পিছলে কাদায় গড়াগড়ি খেতে হয়েছে। জামা-কাপড়,বই-খাতা নষ্ট হয়েছে।
ভ্যানচালক রোস্তম মোল্লা বলেন,শুকনার সময় এই রাস্তায় ভ্যান চালাই। বর্ষা হলে এই রাস্তা দিয়ে
চলাচল করা যায় না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,১০০ টাকা দেবেন বলে এই যাত্রীকে নিয়ে
চলেছি। প্রচন্ড কষ্ট হচ্ছে। চলতে গিয়ে অনেক স্বথানে হাটু ডেবে যাচ্ছে।
কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েচ বলেন,রাস্তার বিষয়ে অবগত হয়েছি।
চলতি অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকারভিত্তিতে ওই রাস্তার কাজ
করা হবে।