নরসিংদীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু

নরসিংদীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু

শেয়ার করুন

 

নরসিংদীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু  হয়েছে, তিন দোকান মালিককে অর্থদন্ড

Screenshot (193)

।। বেনজির আহমেদ বেনু, নরসিংদী ।।

সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন
শুরু হয়েছে। সকাল থেকেই নরসিংদীর হাট-বাজার বন্ধ রয়েছে
দোকানপাট, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া
লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়কগুলোতে রিকশা, জরুরী পণ্য
সরবরাহ ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কে কিছু ব্যক্তিগত গাড়ী
এবং পণ্যবাহী ট্রাক লক্ষ্য করা গেছে।
এদিকে আইন শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে
জিজ্ঞাসাবাদ করছে উপযুক্ত কারণ ছাড়া ফিরিয়ে দেয়া হচ্ছে বাইরে
বের হওয়া ব্যক্তিদের।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ৭
দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসনের
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনীসহ
অন্যান্য বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়ন করতে সর্বাত্মক
দায়িত্ব পালন করছেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালনকালে মোঃ শাহ্ধসঢ়; আলম
মিয়া জানান, নরসিংদীর মাধবদীতে কয়েকটি দোকানপাটে
অর্থদন্ড করা হয়েছে। তার পাশাপাশি অহেতুক যারা ঘোরাফেরা
করছেন তাদেরকে ওয়ার্নিং দেয়া হয়েছে। জেলার সিভিল সার্জন
জানান, নরসিংদীর করোনা সংক্রমণ ঊর্দ্ধ গতির দিকে। গত ২৪
ঘন্টায় ৩৬ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে।