নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শেয়ার করুন

 

Narsingdi Pic-1
।। নরসিংদী প্রতিনিধি ।।

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শারিরীক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পণ করেন। অপরদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক দিনব্যাপী অনুষ্ঠান চলছে।
রবিবার সকাল ১০টায় নরসিংদী শেরে বাংলা ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে দোয়া ও দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক সভাপতি শহর যুবলীগ আলহাজ্ব আশরাফ হোসেন সরকার এর নেতৃত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু, নিছার শওদাগর, সুবাস সাহা, রাজা সরকার, হিরু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রায় ৫ শতাধিক প্রতিবন্ধীসহ দুঃস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।