নরসিংদীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩৩

নরসিংদীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩৩

শেয়ার করুন

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৩ জন।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সিলেট ফেরার পথে, একটি মাইক্রোবাস সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাসষ্ট্যান্ডে পৌঁছায়।

এ সময় নরসিংদী থেকে নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে, ঘটনাস্থলেই মৃত্যু হয়, মাইক্রোবাসের ৪ যাত্রীর। নিহত হলেন- আবদুল বাছেদ, হেলাল মিয়া, কাউছার হাবিব, শব্দর আলী।

মাধবদী থানার ওসি জানান, আহত ২৩ জনকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে।

কান্দাইল দুর্ঘটনার মাত্র দু’ঘণ্টা পর, সকাল ৯টার দিকে, শিবপুর উপজেলার কারারচরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ শিক্ষকসহ ৩ জন মারা যান। আহত হন আরো ৪ জন। নিহতরা হলেন, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আরমান মিয়া এবং,দগরিয়া মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় চিনিশপুর জামে মসজিদের ইমাম মাছুম বিল্লাহ ও লেগুনা চালক সুজন।