দৌলতপুরে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৌলতপুরে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উন্নয়ন মেলার সার্বিক বিষয় ও করনীয় নিয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান।

এছাড়াও মেলার বিষয় নিয়ে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, দৌলতপুর যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশীদ খান, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহিসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ এবং সাংবাদিক শরীফুল ইসলাম।

আগামী ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ৩ দিন ব্যাপী দৌলতপুর উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ষ্টল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ষ্টলসহ বিভিন্ন দপ্তরের ৪৫টি ষ্টল স্থাপন করা হবে এবং নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রাপ্ত সেবা মেলায় তুলে ধরা হবে।

৯ জানুয়ারী বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ মেলার উদ্ধোধন করবেন। একই সাথে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী দৌলতপুরের উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। এছাড়াও একইদিন সকাল ১০টায় এ উপলক্ষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।