দক্ষতা বৃদ্ধিতে নড়াইল পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

দক্ষতা বৃদ্ধিতে নড়াইল পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

narail police

ছবি – এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
ডিজিটালের এই যুগে একজন মানুষকে চৌকশ হতে গেলে দক্ষতা বৃদ্ধিসহ প্রশিক্ষণের বিকল্প নেই। এরই
ধারাবাহিকতায় নড়াইল পুলিশকে বর্তমান সময়ের প্রেক্ষপটে প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনে মঙ্গলবার
(১জুন) রাত ৮টায় পুলিশ লাইন ড্রিলসেটে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার
উদ্বোধন করেন।

narail-policeউদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার শেষ নেই, প্রশিক্ষণেরও বিকল্প নেই। প্রতিটি
ক্ষেত্রে সফলতা অর্জনে বর্তমান সময়ে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে। চাকুরি জীবনে বিভাগীয় পদোন্নতি
পেতে শিক্ষা গ্রহণ এবং প্রশিক্ষণ অনিবার্য। এজন্য শারীরীক ও মানষিক বিকাশের প্রয়োজন। লেখাপড়ার
প্রয়োজন। তিনি বলেন অক্লান্ত পরিশ্রম একজন মানুষকে সফলতার দোড় গোড়ায় পৌছে দেয়। এ কারণে
নড়াইল পুলিশের মান সমুন্নত রাখতে তিনি পুলিশদের অক্লান্ত পরিশ্রম করার আহবান জানান। পরে তিনি
প্রশিক্ষণার্থীদৈর মধ্যে খাতা কলম বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
তানজিলা সিদ্দিকাসহ পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।