তীব্র স্রোতে ফেরিচলা চলাচল ব্যহত, পারাপারে সময় দ্বিগুণ

তীব্র স্রোতে ফেরিচলা চলাচল ব্যহত, পারাপারে সময় দ্বিগুণ

শেয়ার করুন
Photo munshiganj 13.07 (4)
ভবতোষ চৌধুরী নুপুর, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দক্ষিনাঞ্চলে ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। আর এ অবস্থায় ফেরি ঘুরে যেতে হয় বলে সময় লাগছে দ্বিগুণ।
মাওয়া বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক বানিজ্য (ম্যানেজার) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, তীব্র স্রোতের কারনে ফেরি গুলোর স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ি যেতে পালের চর হয়ে যেতে হয় তাই সময় লাগছে চার ঘন্টা।
তিনি আরো জানান, এ নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করতো। তবে বর্তমানে তিনটি ফেরি সমস্যা থাকায় ১৫ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের তেমন চাপ না থাকলেও ট্রাক ও যাত্রীবাহী গাড়িসহ চার শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়।