তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ gunfight-atn-times
এটিএন টাইমস ডেস্ক :

টঙ্গি, নাটোর ও বরগুনায় র‌্যাবের সঙ্গে আলাদা আলাদা বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছে।

র‌্যাব জানায়,  গাজীপুরের টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায়  তাদের একটি টিম অভিযানে গেলে কয়েকজন অস্ত্রধারী গুলি ছোড়ে। আত্মরাক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, দাবি র‌্যাবের। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে  নিহতের নাম  মেহের আলী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করে  র‌্যাব- ৫ জানায়, মেহেরের বিরুদ্ধে নাটোর ও রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে।
বরগুনায় পাথড়ঘাটায় চরদুয়ানী মাঝের চর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে।