‘ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হবে’

‘ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হবে’

শেয়ার করুন

Photo munshiganj 04.18.16
মুন্সীগঞ্জ প্রতিনিধি :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। বন্যা শেষ হওয়া অবদি এ সরকার বন্যার্তদের পাশে থাকবে। পদ্মা সেতুর সুপার স্টেকচার আসছে।

ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হবে। আজ (বৃহস্পতিবার) নাগাদ পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ২৪ টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।
DSCN7657
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মীরধা প্রমুখ।