ঠিকাদার-প্রকৌশলীর মুখোমুখি অবস্থান, কুড়িগ্রামে বন্ধ হয়ে গেছে রেলওয়ের উন্নয়ন কাজ

ঠিকাদার-প্রকৌশলীর মুখোমুখি অবস্থান, কুড়িগ্রামে বন্ধ হয়ে গেছে রেলওয়ের উন্নয়ন কাজ

শেয়ার করুন

 

Kurigram

।। ইউসুফ আলমগীর, কুড়িগ্রাম ।।
ঠিকাদার-প্রকৌশলীর মুখোমুখি অবস্থান ও মতদ্বন্দের কারণে বন্ধ হয়ে গেছে
এ অঞ্চলের মানুষের স্বপ্নের ও প্রতিক্ষীত কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের উন্নয়ন
কাজ। ৩ মাস ধরে বন্ধ থাকায় ১কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে চলমান কাজ ভেস্তে
যাওয়ার উপক্রম হয়েছে। নানা অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ
থেকে করা তদন্ত কমিটি। হয়েছে তদন্তও।
সরেজমিন ঘুরে জানা গেছে, দীর্ঘ চার দশক অপেক্ষা শেষে ‘কুড়িগ্রাম
এক্সপ্রেস’ নামে আন্তনগর ট্রেন পায় কুড়িগ্রামবাসী। এ ট্রেনকে ঘিরে
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের উন্নয়ন শুরু হয়। এরই ধারাবাহিকতায় রংপুর-
কুড়িগ্রাম মহাসড়ক থেকে স্টেশনে প্রবেশের সংযোগ সড়কটিও মেরামতের
উদ্যোগ নেয় সরকার। এতে এক কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ফুটপাত, ড্রেন,
ডিভাইডার ও সংযোগ সড়কের কাজও শুরু হয়। এরই মধ্যে সড়কের দুই পাশে
ড্রেন, কংক্রিট বøকের ফুটপাত, ডিভাইডার এবং কার্পেটিংসহ সব কাজ
প্রায় শেষ। শুধুমাত্র গ্রিল ও সড়কের সিলকোটের ফিনিশিং বাকি। এমন
বাস্তবতায় গত ৭ মে সিলকোটের কাজ চলাকালীন প্রকাশ্য দায়িত্ব প্রাপ্ত
প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সাথে ও ঠিকাদারদের দ্বন্দ দেখা যায়। সে দিনই
কাজ বন্ধ হয়ে যায়।
রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক অভিযোগ করে এই
প্রতিবেদককে বলেন, আগের কার্পেটিং করার সময় ভালো মানের বিটুমিন
অর্থাৎ ইস্টার্ন রিভাইনারী লিমিটিডের বিটুমিন দিয়ে করা হয়েছিল। হঠাৎ
করে ঠিকাদাররা গত ৭ মে সিলকোটের কাজ শুরু করলে দেখা যায় যে
নি¤œমানের ৮০ থেকে ১০০ গ্রেডের বিটুমিন আনা হয়েছে। প্রকৌশলী
নি¤œমানের বিটুমিন দিয়ে কাজ করা যাবে না বলে ঠিকাদারকে জানান।
এতে ঠিকাদার চড়াও হয়ে প্রকৌশলীর সঙ্গে বাগবিতÐায় জড়িয়ে পড়েন।
এমন অবস্থায় কাজ বন্ধ করে দিতে বাধ্য হই।
রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘কোনোভাবে
যদি মার্কেটে ৬০ থেকে ৭০ গ্রেডের বিটুমিন না পাওয়া যায়, সে ক্ষেত্রে
কাজ চলমান রাখার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিকল্প পথ রাখে। কিন্তু এ

মুহূর্তে বাজারে উন্নতমানের ৬০ থেকে ৭০ গ্রেডের বিটুমিনের সরবরাহ
ভালো। এরপরও ঠিকাদার জোর করে নি¤œমানের বিটুমিন দিয়ে কাজ করাতে
চাচ্ছিলেন। তাই কাজ বন্ধ করে দিয়েছি।’
জানা গেছে, এ কাজ করছেন দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন
ট্রেডার্স।
এ ব্যাপারে ঠিকাদার জানান, শিডিউলে ৬০ থেকে ৭০ গ্রেড অথবা ৮০
থেকে ১০০ গ্রেডের কথা উল্লেখ আছে। সে জন্য আমরা ৮০ থেকে ১০০
গ্রেডের বিটুমিন নিয়ে এসেছি। বাজারে ঐ সময় ৬০ থেকে ৭০
গ্রেডের বিটুমিন পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুড়িগ্রামের রেলওয়ের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান আল আমিন
ট্রেডার্সের দায়িত্বরত প্রজেক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, আমরা
কাজ করতে চাইলেও রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক
আমাদের কাজ করতে দিচ্ছেন না। তিনি বিভিন্ন সময় নানা অজুহাতে
কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সিলকোট করার সময়ও তিনি মোটা
অংকের টাকা দাবি করেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে দুর্নীতির অভিযোগ
হওয়ায় তিনি তার কর্তৃপক্ষের কাছ থেকে বাঁচার জন্য আমাদের বিরুদ্ধে
মিথ্যে অভিযোগ দিয়ে বাঁচার চেষ্টা করছেন। আমরা রেলওয়ের উর্দ্ধতন
কর্তৃপক্ষকে জানিয়েছি, প্রকৃত তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নিয়ে
আমাদের কাজ শেষ করার সুযোগ দিক কর্তৃপক্ষ। এছাড়াও আমাদের
প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টার কারণে আমরা ঐ প্রকৌশলীর
বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও উদ্যোগ নিয়েছি।
তবে স্থানীয় লোকজন জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নতমানের বিটুমিন
না পাওয়ার যে দাবি তুলেছে, তা সঠিক নয়। বাজারে এখন উন্নতমানের
বিটুমিনের সরবরাহ ভালো। এমনকি দেশীয় কম্পানি ইস্টার্ন রিভাইনারী
লিমিটিড উন্নতমানের বিটুমিন তৈরি করছে। ফলে এখন আর ইরানের ভেজাল
বিটুমিনের ওপর নির্ভর করা লাগে না।
কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও জেলা
আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, কুড়িগ্রাম
রেলওয়ে স্টেশন এই অঞ্চলের মানুষের স্বপ্নের নাম। এই স্টেশন এ এলাকার
ঐতিহ্য বহন করে চলছে। ঠিকাদার কিংবা প্রকৌশলীর দ্বন্দের কারণে কাজ বন্ধ
হয়ে যাবে তা মানা যায় না। তিনি দ্রæত কাজটি শেষ করার জোর দাবি
জানান। সেই সাথে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনারও দাবি
করেন তিনি।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব
জানান, কোনো অযুহাত দেখিয়ে উন্নয়ন কর্মকান্ড বন্ধ করা ঠিক নয়। এতে
বিপাকে পরে সাধারণ জনগণ। সে কারনেই বৃহত স্বার্থে উন্নয়ন কাজ
চলমান রেখেই সমস্যার সমাধান করতে হবে। তবে তিনি আরও বলেন, স্টেশন

এলাকার অনেকেই অসৎ উদ্দেশ্য নিয়ে কখনও ঠিকাদারদের পক্ষে কখনও
প্রকৌশলীদের পক্ষে অবস্থান নিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। সে
ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষন করেন তিনি।
কুড়িগ্রামের ১ম শ্রেণীর ঠিকাদার ও জেলা আওয়ামীলীগের সংগঠনিক
সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান সাজু জানান, কুড়িগ্রামের উন্নয়নের
স্বার্থে বর্ষার আগেই সড়কের কাজটি শেষ করা দরকার। আর সিলকোট শেষ না
করলে কার্পেটিং করা সড়কও বর্ষার কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান
উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত পছন্দের জেলা এই
কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের উন্নয়নে তিনি নিজেই এই ট্রেন
উদ্বোধন করেছেন। রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও সংস্কার কাজের ব্যবস্থা করেছেন।
আর কতিপয় অসৎ ঠিকাদার কিংবা অসৎ কর্মকর্তা-কর্মচারীর কারণে সেই
উন্নয়ন বাধা গ্রস্থ হবে তা এখানকার মানুষ মেনে নেবে না। এই কাজ
দ্রæত সময়ে শেষ করার জন্য তিনি কর্তৃপক্ষকে আহŸান করেন।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন,
শিডিউল অনুযায়ী কাজ চলবে। ঠিকাদারের ১৮০ দিন অতিবাহিত হয়েছে
এটা ঠিক। তবে ওনারা সময় বাড়ানোর আবেদন করেছেন এবং সেটি ডিজি
মহোদয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া ঠিকাদারকে অবশিষ্ট কাজ
দ্রুত সম্পন্ন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অতি: জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান মো: সুজাউদ্দৌলা
এ প্রতিবেদককে বলেন, কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় সরেজিমন তদন্ত
করা হয়েছে। এ সময় রেলওয়ে বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং কারিগরী
বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।
সেই সাথে তদন্তের সময় রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক
এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। আমরা
নমুনা সংগ্রহ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।