ঠাকুরগাঁওয়ের নতুন মাদরাসার ভিত্তিপ্রস্থর স্থাপন

ঠাকুরগাঁওয়ের নতুন মাদরাসার ভিত্তিপ্রস্থর স্থাপন

শেয়ার করুন

Thakurgaon__Madrasah__Udbhodhon।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

শীবগঞ্জে জামিয়া আরবিয়া নূরে মাদীনা ক্বওমী মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। শুক্রবার সদর উপজেলার শীবগঞ্জ (আমতলী) মদিনানগর এলাকায় মাদ্রাসার ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জামালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম এন্তাজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা প্রমুখ। এ সময় মাদারাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সভাপতি জানান, প্রায় ২ একর জমি জুড়ে মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। মাদরাসায় ২শতাধিক শিক্ষার্থী ও ৬জন শিক্ষক পরিচালনা করবেন। সেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আরবী, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মাস’আলা, মাসনুন দোয়া, আদ’ইয়ায়ে সালাত, আসমাউল হুসনা, কালিমা, হাদিস, স্পোকেন ইংলিশ পড়ানো হবে। এছাড়াও আগামী রমজান থেকে নাজেরা, হেফ্জ বিভাগ চালু করা হবে।