টানা বৃষ্টিপাতে পাহাড় ধ্বসে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ ৫ ঘণ্টা বিচ্ছিন্ন

টানা বৃষ্টিপাতে পাহাড় ধ্বসে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ ৫ ঘণ্টা বিচ্ছিন্ন

শেয়ার করুন

Ranga Pic 3
রাঙ্গামাটি প্রতিনিধি :

টানা বৃষ্টিপাতের  কারণে রাঙ্গামাটির সাপছড়িতে পাহাড় ধ্বসে পড়ায় রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক যোগাযোগ ৫ ঘণ্টা বিচ্ছিন্ন থাকে। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের দীর্ঘ ১ মাইল জুড়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে শত শত যাত্রী আটকা পড়ে।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সড়ক বিভাগের লোকজন প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়কের আংশিক মাটি অপসারণ করতে সক্ষম হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান সড়ক যোগাযোগ পুনস্থাপিত হতে পুরোদিন লেগে যেতে পারে। এদিকে জুরাছড়ি উপজেলায় ভূমিধ্বসে ৩টি বসতবাড়ী বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের পাওয়া যায়নি।