টাঙ্গাইলে দাবালীগে চ্যাম্পিয়ন জিট চেজ একাডেমি

টাঙ্গাইলে দাবালীগে চ্যাম্পিয়ন জিট চেজ একাডেমি

শেয়ার করুন

Tangail Chess pic-14-12-2021 (1)

টাঙ্গাইল প্রতিনিধি ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে ৪ দিনব্যাপী দাবালীগ শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে দাবালীগের শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জিট চেজ একাডেমি ১২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। খেলায় ১১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় ইয়ং স্পোটিং ক্লাব। ১০ পয়েন্ট পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে টাঙ্গাইল চেজ ক্লাব এবং বৃহত্তর আদালত পাড়া ক্লাব।
পরে সন্ধ্যায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাদুসুর রহমান মল্লিক দিপু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সভাপতি কাজী জাকেরুল মওলা।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এ সময় বিভিন্ন ক্লাবের দাবাড়ুসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দাবালীগ টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ১৪টি ক্লাব অংশ গ্রহণ করে। গত ১১ ডিসেম্বর এ দাবালীগ শুরু হয়েছিলো। দাবালীগে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশন।