জানাযা থেকে জামায়াতের ৬৯ নেতা-কর্মীকে আটক

জানাযা থেকে জামায়াতের ৬৯ নেতা-কর্মীকে আটক

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় জামায়াতের ৬৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা রফিকুল ইসলামের জানাযা শেষে অংশগ্রহণকারী জামায়াত কর্মীদের সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি এলাকা থেকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এড.শহিদুল ইসলামসহ অন্যরা।

তবে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান বিভিন্ন অভিযোগে ৬৯ জনকে আটক করা হলেও বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। কোনও অভিযোগ না থাকলে তারা ছাড়া পাবেন বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাদ্রাসার আরবী শিক্ষক মওলানা রফিকুল ইসলাম পলাতক থাকা অবস্থায় খুলনায় চিকিৎসাগ্রহণকালে গত রোববার মারা যান।

সোমবার সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা।

এদিকে, জামাত নেতা-কর্মী আটকের খবর জানার পর সোমবার বিকালে সাতক্ষীরার কর্মরত কয়েক জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য সাতক্ষীরা সদর থানায় গেলে তাদেরকে থানায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে সাংবাদিকরা আটককৃতদের ছবি বা ভিডিও নিতে পারেনি।