জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের মাঝে কালিয়াকৈর থানা পুলিশের খাবার বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের মাঝে কালিয়াকৈর থানা পুলিশের খাবার বিতরণ

শেয়ার করুন

FB_IMG_1629015555739

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কালিয়াকৈর থানা পুলিশের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ই আগস্ট) সকালে ১১টার দিকে কালিয়াকৈর এলাকার আশেপাশের ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় দরিদ্র ২০০ মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন পুলিশ সদস‌্যরা।

খাবার বিতরণ শেষে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালিয়াকৈর থানার আশেপাশের ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে একবেলা খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক কালিয়াকৈর থানার পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার, ওসি (অপারেশন) পারভেজ আহমেদ সেলিম, সেকেন্ড অফিসার আজিম মিয়াসহ থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।