ঘন কুয়াশায় চট্টগ্রামে ডুবে গেছে ৪টি লাইটারেজ জাহাজ

ঘন কুয়াশায় চট্টগ্রামে ডুবে গেছে ৪টি লাইটারেজ জাহাজ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলের প্রবেশে পথে ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ডুবে গেছে ৪টি লাইটারেজ জাহাজ। তবে এসব ঘটনায় কোন হতাহত নেই।

লাইটারেজ জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ জানান, বুধবার সকালে বিভিন্ন সময়ে লাইটারেজ জাহাজগুলো ডুবে যায়। বর্হিঃনোঙরের ১৮ নম্বর বয়ার বিপরীতে ক্লিংকারবাহী একটি লাইটারেজ জাহাজ আর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এছাড়া, ভূট্টা নিয়ে চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ যাওয়ার পথে সন্দ্বীপের ভাসানচর এলাকায় ‘গ্লোরি অব শ্রীনগর-৪’ ও ঘসিয়াচর এলাকায় এক হাজার ৯০০ মেট্রিকটন চিনিবহনকারী ‘এমভি দারিন্দা-সাব’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়।

এছাড়াও বিসিআইসি’র ১ হাজার ৮০০ টন রক ফসফেট বহনকারী ‘এমভি মজনু’ নামে আরো একটি লাইটারেজ জাহাজ বর্হিনোঙরে ডুবে যায়।