গোপালগঞ্জ জেলা পুলিশ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিল বাবর আলী ও আমেনা বেগম...

গোপালগঞ্জ জেলা পুলিশ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিল বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশন

শেয়ার করুন

 

Oxizen Distribution Pik

।। চৌধূরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ ।।
অতিমারি করোনা বিস্তার রোধে এবং মুমূর্ষ রোগীদের সেবায় গোপালগঞ্জ জেলা
পুলিশ হাসপাতালকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার, মাস্ক, পিপিই, অক্সিমিটার ও
মেডিকেল রেগুলেটর দিলেন প্রস্তাবিত বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশন।
শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার
হাতে করোনা প্রতিরোধ এসকল সরঞ্জাম তুলে দেন ফাউন্ডেশনের কর্ণধর পুলিশ
সুপার ডাক্তার এএসএম শহিদুল ইসলাম। পুলিশ সুপার ডাক্তার এএসএম শহিদুল
ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাবর আলী ও আমেনা
বেগম দম্পত্তির ছেলে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার আয়েশা
সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে আজকের এমন একটি মহতি উদ্যোগকে
স্বাগত জানিয়ে বলেন, দেশের এমন অবস্থায় আমরা যে যেখানে আছি সবাই নিজ
নিজ অবস্থান থেকে স্বাস্থ্য সচেতন হই। বিনা প্রয়োজনে আমরা কেহ ঘর থেকে
বের হবনা। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত সকল প্রকার বিধি নিষেধ,
স্বাস্থ্যবিধি ও আইন শৃঙ্খলা মেনে চলব। এই হোক আমাদের আগামী দিনে সুস্থ্য
থাকার অঙ্গীকার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো: আব্দুার রহমান, অতিরিক্ত পুলিশ
সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মো: খায়রুল আলম, সদর থানার ওসি মনিরুল ইসলাম, রাতইল ইউপি চেয়ারম্যান
বিএম হারুর অর রশিদ পিনু সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ
উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়
করোনাকালিন পরিস্থিতিতে বিভিন্ন চেকপোষ্ট সহ সার্বিক পরিস্থিতি
পরিদর্শণে যান।