গলাচিপায় ৫’শ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

গলাচিপায় ৫’শ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন
Screenshot (154)
ছবি- এটিএন টাইমস
।। জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি ।।
”আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যে সমাজে এই কৃষকরা, এই শ্রমিকরা, এই ক্ষুদার্ত জনগণ আবার হাসতে পারবে। জনগণের প্রাণ ধারণের ন্যূনতম চাহিদা পুরণের নিশ্চয়তা বিধান করা না গেলে স্বাধীনতাই অর্থহীন হয়ে পড়বে” জাতির জনকের এই বানীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার দ্বিতীয় পর্যায়ে ৫ শত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সাড়ে ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরূমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত পরিবারদের মাঝে এ ঘর হস্তান্তর করেন। অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।