খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ৬

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ৬

শেয়ার করুন

v-tila-news-pic-2খাগড়াছড়ি প্রতিনিধি :

আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায়, সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন আরো ৩ জন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে স্বনির্ভর বাজার ও আশপাশের এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইউপিডিএফের লোকজন একটি কর্মসূচি উপলক্ষে জড়ো হচ্ছিলেন। এ সময় অতর্কিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও একই সংগঠনের সহ-সম্পাদক এল্টন চাকমা ও মহালছড়ি উপজেলা সহকারি স্বাস্থ্য পরিদর্শক জিতায়ন চাকমাসহ ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন ৩ জন। হতাহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে, এ ঘটনার জন্য সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে দায়ী করেছেন ইউপিডিএফের জেলা সমন্বয়কারী মাইকেল চাকমা । তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।