ক্ষতিগ্রস্থ সাওতালদের মধ্যে অর্থ ও কম্বল বিতরণ

ক্ষতিগ্রস্থ সাওতালদের মধ্যে অর্থ ও কম্বল বিতরণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর সাওতাল পল্লীর ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছেন সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

শনিবার দুপুরে প্রধান বিচারপতির পক্ষে এই ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ ১শ’ ৭৮ জনকে ১০ হাজার টাকা করে এবং নিহত মঙ্গল মার্ডি ও শ্যামল হেমব্রমের পরিবারকে ১ লাখ টাকা করে নগদ অর্থ ও কম্বল প্রদান করা হয়।

এসময় উচ্চ আদালতের রেজিষ্ট্রার জাবিদ হোসেন, জেলা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটা মোড়ে আখ কাটাকে কেন্দ্র করে সাওতালদের সাথে পুলিশ ও সুগার মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ সাওতালের মৃত্যু হয় এবং আহত হয় অন্তত ৩০ জন। একই দিন সাওতালদের ঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটে।