কোপা আমেরিকার ফাইনালে সংঘর্ষ এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫শতাধিক পুলিশ মোতায়েন

কোপা আমেরিকার ফাইনালে সংঘর্ষ এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫শতাধিক পুলিশ মোতায়েন

শেয়ার করুন

photo bbaria
।। পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া ।।
আগামী রোববারে অনুষ্টিতব্য কোপা আমেরিকার ফাইনাল খেলা খেলার সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায়
অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।এরই অংশ হিসেবে আজ সকাল থেকে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু করেছে। জেলা শহর ও
উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপ যোগে মাইকিং করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন,
‘রোববার ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে এই খেলা নিয়ে
ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক
ব্যবস্থার নেয়া হচ্ছে।সতর্ক ব্যবস্থার মধ্যে রয়েছে ‘ফাইনাল খেলায় খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোনো
ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন করে গণজমায়েত করা যাবে না।এ বিষয়টি আমারা মাইকিং
করে জানিয়ে দিচ্ছি। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। জেলায
১শ১৬টি বিটের প্রতিটিতে কর্মরত দুই জন অফিসার এবং দুইজন কনষ্টেবল রণপাহারা দেবেন।সেই
হিসেবে জেলায় ৪শ ৬৪টি জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এ ছাড়া চেকপোস্ট ও টহলপার্টির জন্যে
৪০টি দল একই সাথে কাজ করবে। পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। খেলাশেষে অবস্থাতেই
বিজয় মিছিল করতে দেয়া হবে না।
উল্লেখ্য, খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর
ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়াকে (৬০) মারধর করেন
আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এই মারধরের জেরে একই দিন রাতেই আর্জেন্টিনা
সমর্থক জীবনের তিন সহযোগীকে মারধর করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজন। বিষয়টি নিয়ে
দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।