কৃষক হত্যা মামলার রায়, দুইজনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলার রায়, দুইজনের যাবজ্জীবন

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় কৃষক সামছুল ইসলাম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড এবং দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, আবুল বাসার ও জয়নাল আবেদিন। এছাড়া বেকসুর খালাস পেয়েছেন আবু সিদ্দিক ও পারুল বেগম।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে সুপারী পাড়াকে কেন্দ্র করে আসামীরা কৃষক সামছুল ইসলামের ওপর হামলা চালায়। ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে সামছুল ইসলাম মারা যায়।

এ ঘটনায় সামছুল ইসলামের ভাই সাহাবউদ্দিন বাদী হয়ে ২১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের ৬ মাস পর ওই ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

সম্প্রতি মামলার আসামী হাসিনা বেগম মারা যায়। আদালত দীর্ঘ শুনানীর পর ১৯জন স্বাক্ষীর স্বাক্ষর শেষে প্রায় ২০ বছর পর আদালত এ রায় প্রদান করেন। মামলার বাদী সাহাবউদ্দিন রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন।