কুষ্টিয়ায় ঢিলে ঢালাভাবে চলছে কঠোর বিধি-নিষেধ

কুষ্টিয়ায় ঢিলে ঢালাভাবে চলছে কঠোর বিধি-নিষেধ

শেয়ার করুন
কুষ্টিয়ায় ঢিলে ঢালাভাবে চলছে কঠোর বিধি-নিষেধ : ২৪
ঘন্টায় করোনায় আক্রান্ত-৯৮ : মৃত্যু-৩
Kushtia Lockdown pic
ঢিলে ঢালাভাবে চলছে কঠোর বিধি-নিষেধ। ছবি-এটিএন টাইমস

।। শরীফুল ইসলাম, কুষ্টিয়া ।।

কুষ্টিয়া ১৬ জুন ২০২১
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায়
২৩৯ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড সংখ্যক ৯৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা
শনাক্তের হার ৪২ শতাংশ। মারা গেছে ৩জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়াল ১৩৫
জনে।
এদিকে, কুষ্টিয়া পৌর এলাকায় চলমান ৭দিনের কঠোর বিধি নিষেধের আজ বুধবার ৫ম
দিনেও ছিল ঢিলে ঢালা। প্রায় সবধরনের যানবহন চলাচল ছিল স্বাভাবিক। স্বাস্থ্যবিধি মানার
বালাই নেই বললেই চলে। তবে পুলিশ শহরে প্রবেশ মুখে সড়কে বাঁশের বেরিকেড দিয়ে
মানুষের চলাচল নিয়ন্ত্রন করার চেষ্টা করতে দেখা গেছে।