কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর কারাদণ্ড

শেয়ার করুন

Kust

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-কাজিম উদ্দিন (৩১) ও দিপু (৩২)।তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৬ নভেম্বর রাতে দৌলতপুরের ফারাকপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, এলজি অস্ত্রের বাট ও রাবার বুলেটসহ কাজিম উদ্দিন ও দিপুকে আটক করে পুলিশ। এ ঘটনায় ১৭ নভেম্বর তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়।

মথুরাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুহ নবী মামলার তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।