কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৫

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৫

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ শ্রমিক। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাড়িয়ারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের এক ঠিকাদারের তত্ত্বাবধানে আড়াইওড়া এলাকায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনের বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে পুরাতন তার পরিবর্তন করে নতুন তার সংযোজন করার কাজ করছিল কিছু শ্রমিক। রাতে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে হঠাৎ করে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এতে ওই লাইনে কর্মরত শ্রমিক জামাল, শরীফ, মাছুদ, ইমতাজ উদ্দিন, ইউসুফসহ ৬জন গুরুতর আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জামালকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে জানার জন্য ওই বিদ্যুৎ লাইনের ঠিকাদার শাহীদ ও মোরশেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।