কুনিও হত্যা: মূল হোতার সহযোগী গ্রেপ্তার

কুনিও হত্যা: মূল হোতার সহযোগী গ্রেপ্তার

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:

রংপুরের লাহিড়ীর হাট শাহাবাজ পুর এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় প্রশিক্ষণের সময় অভিযান চালিয়ে চারজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

এসময় জেএমবি সদস্যদের ছোড়া বোমায় ৪ পুলিশ আহত হয়েছে। আটককৃত জেএমবি সদস্যরা হচ্ছে, বিল্লাল হোসেন, এরশাদ আলম, আল আমিন, ও আশরাফুল । এরমধ্যে বিল্লাল হোসেন রংপুরে জাপানী নাগরিক কুনিও হোসি হত্যা ঘটনার হোতা জেএমবি কমান্ডার মাসুদ রানার অন্যতম সহযোগী ।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায় । অভিযানের সময় জেএমবি সদস্য পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোঁড়ে । এতে চার পুলিশ আহত হয় । আহত পুলিশদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।