কালীগঞ্জে থানা পুলিশের মত বিনিময়

কালীগঞ্জে থানা পুলিশের মত বিনিময়

শেয়ার করুন

Thana Police (1)ছবি-এটিএন টাইমস

।। রফিক সরকার, কালীগঞ্জ, গাজীপুর।। 

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুন) সকালে থানা প্রাঙ্গনে উপজেলার আইন শৃংখলা সংক্রান্তে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, শরীফুল ইসলাম সরকার তোরন, আতিকুর রহমান আকন্দ ফারুক, আবু বকর মিয়া বাক্কু,  কালীগঞ্জ পৌর কাউন্সিলর আশরাফউজ্জামান, নূর আলম শেখ, বাদল মিয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ, থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় মাদক, ডাকাতি, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিয়ে, ইভটিজিং, গরু চুরির মত অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সর্বাত্তক সহযোগীতা কামনা করেন থানা পুলিশ।