কালিয়া বিএনপির শাখা কমিটি গঠন নিয়ে মতানৈক্য, জেলা সভাপতি সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

কালিয়া বিএনপির শাখা কমিটি গঠন নিয়ে মতানৈক্য, জেলা সভাপতি সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

শেয়ার করুন

BNP_Flag


কার্ত্তিক দাস, নড়াইলঃ কালিয়া উপজেলা বিএনপির সাতটি শাখার আহবায়ক কমিটি গঠন নিয়ে দলের

একাংশের নেতাকর্মীরা বিক্ষুব্ধ। ওই নেতাকর্মীরা নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম

ও সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করেছে। তাদের দাবি ঘোষিত এই পকেট কমিটি

ভেঙ্গে দিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ডেকে সম্মিলিতভাবে নতুন কমিটি গঠন করা হোক। এ ব্যাপারে

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদয় দৃষ্টি কামনা করেছেন।

গত শনিবার (২২মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানানো হয়।
কালিয়া পৌর বিএনপির নেতা ওমর ফারুক,সিহাব উদ্দীন,গোলাম কিবরিয়া,সেলিম রেজা ইউসুফ,আমষ্ট্রং
সরদার,জেলা কৃষক দলেন ভারপ্রাপ্ত সভাপতি এম রেজাউল করিম,জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক
দেলোয়ার হোসেনসহ ২৫ জন নেতা ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
নেতৃবৃন্দের অভিযোগ কমিটি গঠনের ব্যাপারে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জানানো হয়নি। জেলা
বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এবং দলের মধ্যে নিজেদের আধিপত্য
বিস্তারে নিজস্ব লোকদের প্রাধান্য দিয়েছেন।
অভিযোগ করা হয় শেখ সেলিম নামে যে ব্যক্তিকে নব গঠিত কমিটিতে কালিয়া পৌর বিএনপির আহবায়ক হিসেবে
নাম তালিকাভূক্ত করা হয়েছে তিনি ঢাকায় দলের সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মেডিকেল সেন্টারে
চাকুরি করেন। এছাড়া সদস্য সচিব করা হয়েছে শেখ মনিরুজ্জামানকে। তিনি এর আগে বিএনপি কিংবা সহযোগি
সংগঠনের কোনো পদে ছিলেন না। দীর্ঘ দিন তিনি জেলার বাইরে অবস্থান করছেন।
শুধু তাই নয় কালিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলুর বিরুদ্ধেও নানা অভিযোগ করা
হয়েছে। বিশেষ করে কালিয়া পৌর সভা নির্বাচনে মেয়র পদে দাড়িয়েও নির্বাচনী প্রচারণায় তাকে দেখা যায়নি।
এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে,১৮ মে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম স্বাক্ষরিত
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই সাতটি শাখা কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির কালিয়া উপজেলা শাখার আহবায়ক সরদার আনোয়ার হোসেন,সদস্য সচিব করা
হয়েছে স ম ওয়াহিদুজ্জামান। কালিয়া পৌর বিএনপির আহবায়ক করা হয়েছে শেখ সেলিমও সদস্য সচিব
শেখ মনিরুজ্জামানকে।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এটিএন টাইমসকে জানান,আমরা
দেখে শুনে বুঝে কমিটি গঠন করেছি। যে সমস্ত নেতাকর্মী নব গঠিত কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন
তারা আদৌ বিএনপি করেন কিনা সন্দেহ আছে। দলের এই ক্রান্তিকালে যারা এখনো দলের হাল ধরে
রেখেছেন তাদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে। তিনি দাবি করেন,শেখ সেলিম নামে কোনো নেতা
আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকুরি করেন না। যারা কমিটিতে যুক্ত হয়েছেন তারা দলের পরীক্ষিত
সৈনিক। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ খুজে পাওয়া যায়নি।