কালিয়াকৈরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি, ব্যহত হচ্ছে অনলাইন শিক্ষা

কালিয়াকৈরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি, ব্যহত হচ্ছে অনলাইন শিক্ষা

শেয়ার করুন
২০২১সালের এসএসসি পরিক্ষার্থী সোনিয়া আহমেদ বলেন ,”আমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও কবে হবে জানিনা,একটা অনিশ্চয়তার মধ্যে আছি,সেশনজটে পরে যাব। আমরা অনলাইন ক্লাস চাইনা,স্কুলে ক্লাস করতে চাই। তাই দ্রুত স্কুল খুলে দেওয়ার দাবি জানাই।”
Student
।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে সারা দেশ ব্যাপী গত বছরের ১৭ই মার্চ থেকে আজকের দিন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ,কবে খুলবে তার নিশ্চয়তা নেই।বারবার চেষ্টা চালিয়েও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে প্রশাসন বন্ধ দিন দিন বাড়িয়ে যাচ্ছেন।এ অবস্থায় গত বছর থেকেই অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেন শিক্ষা মন্ত্রণালয়।কিন্তু টানা অনলাইন ক্লাস করতে যেমন শিক্ষার্থীরা অনীহা,তেমনি সচেতন অভিভাবক ব্যতীত অন্য অভিভাবকরাও অনীহা প্রকাশ করছেন।
তাছাড়া সরকারি বিদ্যালয় ব্যতিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা না দেয়ায় শিক্ষকদের অনীহা, প্রশাসনের নজরদারির স্বল্পতা, শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনার ঘাটতি, দায় সারা কয়েক মিনিটের অনলাইন ক্লাস ইত্যাদির কারনে অনলাইন ক্লাসের প্রতি বাচ্চাদের আগ্রহ কমেছে। তাই এখন সচেতন  মহলের দাবি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।
এছাড়াও অনলাইন ক্লাসের অজুহাতে শিক্ষার্থীরা মোবাইল গেমে আসক্ত হচ্ছে।অনলাইন ক্লাসের নামে বা অ্যাসাইনমেন্টের নামে আসলে যা হচ্ছে তা শুধুই লোক দেখানো।
 সাধারন মানুষের অভিযোগ,”সরকার হয় বুঝে-শুনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে,আর নয় বার বার সিদ্ধান্ত গ্রহণে ভুল করছে।”
২০২১সালের এসএসসি পরিক্ষার্থী সোনিয়া আহমেদ বলেন ,”আমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও কবে হবে জানিনা,একটা অনিশ্চয়তার মধ্যে আছি,সেশনজটে পরে যাব। আমরা অনলাইন ক্লাস চাইনা,স্কুলে ক্লাস করতে চাই।তাই দ্রুত স্কুল খুলে দেওয়ার দাবি জানাই।”
অভিভাবক রফিকুল ইসলাম বলেন,”দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাচ্চারা পড়ালেখা বিমুখ হয়েছে।অনলাইনে প্রথমে আগ্রহ ছিল,এখন নেই।অনেক সময় নেট প্রবলেম থাকে,মোবাইলে এমবি থাকেনা,বাচ্চারা মোবাইলের অপব্যবহার করে।দীর্ঘদিন স্কুল বন্ধের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছে।এসকল নানা সমস্যার সমাধান একটাই শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুত খুলে দেওয়া হোক।আমরা সরকারের নিকট জোড়ালো দাবি জানাচ্ছি স্কুল দ্রুত খুলে দেওয়া হোক।”
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন,”দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় প্রথম দিকে অনলাইন ক্লাসে আগ্রহ থাকলেও এখন আর আগ্রহ নেই।তারা মোবাইল ফোনের গেমস,ফেসবুকও অন্যান্য কনটেন্ট নিয়ে আসক্ত হয়ে গেছে।তাদের সাথে আমাদের ও দাবি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সরাসরি ক্লাসের ব্যবস্থা করা।তাই সরকারের নিকট জোড়ালো দাবি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের মতো শিক্ষা উদ্যোক্তা,শিক্ষক-কর্মচারি ও কোমলমতি শিক্ষার্থীদের জীবন বাঁচান।”
কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম বলেন,”শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই খুলে দেয়া হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবেন।”