কালিয়াকৈরে ডাকাতি হওয়া মালামাল (ব্যাটারি) উদ্ধার

কালিয়াকৈরে ডাকাতি হওয়া মালামাল (ব্যাটারি) উদ্ধার

শেয়ার করুন

IMG_20210725_225415

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার গত ৬ই জুন একটি অটোরিকশার গ্যারেজ ডাকাতির করে প্রায় ৮০ টি ব্যাটারি লুট করে নিয়ে যায় । শনিবার রাতে সেই ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বলিয়াদী এলাকায় গত ৬ই জুন রাতে শাহেদের অটোরিকশার গ্যারেজ থেকে ৮০ টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাতের একটি দল। ওই দিন রাতে গ্যারেজের মালিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ২২ই জুন পাঁচজন ডাকাতকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। ওই ডাকাতদের রিমান্ডে আনার পর তাদের তথ্যমতে শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা এলাকার আরিফুল ইসলাম এর দোকান থেকে ১৫ ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর থানার অপারেশন (ওসি )পারভেজ আহমেদ সেলিম সত্যতা নিশ্চিত করে জানান,আসামিদের তথ্যের উপর ভিত্তি করে ১৫টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং অবশিষ্ট ব্যাটারিগুলো উদ্ধারের জন্য চেষ্টা চলছে।