করোনায় ক্ষতিগ্রস্ত নীলফামারী সদরে ১৭ পেশার ১০০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

করোনায় ক্ষতিগ্রস্ত নীলফামারী সদরে ১৭ পেশার ১০০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

শেয়ার করুন

Nilphamari Pic-2 (16.07.2021)

।। মিল্লাদুর রহমান মামুন,নীলফামারী ।।
নীলফামারীতে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ১৭ পেশার এক হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা। শুক্রবার বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম চত্বরে স্বাস্থ্য বিধি মেনে এসব পরিবারের মাঝে ওই সহায়তা বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের আয়োজনে এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এসময় ভার্চ্যুয়ালী বক্তৃতা দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, করোনা মহামারীতে নীলফামার তে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার শ্রমজীবী কামার, কুমার, জেলে, দর্জি, কুলি, বেদে, মুচি,নরসুন্দর,নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, করাত কল শ্রমিক, কাঠ শ্রমিক, রিক্সা ও ভ্যান চালক, ইজবাইক চালক, তালা মেরামতকারী ১৭ পেশার এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়। ওই সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, চিনি,
ভৈজ্য তেল, সেমাই, আটা ও লবন।