কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ইরানের হাসপাতাল

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ইরানের হাসপাতাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ শয্যার একটি ভ্রাম্যমান হাসপাতাল চালু করেছে ইরান। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সোমবার এ হাসপাতাল স্থাপন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে হাসপাতাল উদ্বোধন করা হয়। হাসপাতালে নারী ও প্রসূতি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এখানে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও চিকিৎসা নিতে পারবেন।

ইরানের উপ-রাষ্ট্রদূত শাফিয়ি হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ইরান প্রথম থেকেই রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল পরিচালনার ব্যয়ও ইরান বহন করবে।