রোহিঙ্গা ইস্যুতে বিজিবি-বিজিপি বৈঠক অনুষ্ঠিত

রোহিঙ্গা ইস্যুতে বিজিবি-বিজিপি বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

স্পর্শকাতর সীমান্ত পরিস্থিতির মধ্যে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু হয়েছে।

বুধবার দুপুর ১২টায় কক্সবাজারের লাবণী পয়েন্ট বিজিবি রেস্ট হাউজে এ বৈঠক শুরু হয়। দু’দেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২১৮ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত নাফ নদী হয়ে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করার সময় ১৪৪ জন মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে আটক করা হয়।

এছাড়াও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় আটক হয় মিয়ানমারের ৭৪ নাগরিক। পরে তাদের মানবিক এবং চিকিৎসা সহায়তা দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।