ইলিশ শিকারে ব্যস্ত বরিশালের জেলেরা

ইলিশ শিকারে ব্যস্ত বরিশালের জেলেরা

শেয়ার করুন

ইলিশ

বরিশাল প্রতিনিধি:

বরিশালের বিভিন্ন নদী ও সাগরে এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ । ইলিশ ধরা নিয়ে ব্যস্ত সময় এখন জেলেদের। দাম ভালো পাওয়ায় সবাই খুশি। তবে বরফ সঙ্কট ও যোগযোগ ব্যবস্থা খারাপ থাকায় মাছ সংরক্ষণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বরিশালে এখন প্রতিদিন গড়ে ৫ হাজার মণ ইলিশ ধরা পড়ছে। ভোর থেকে রাত অবধি সাগরসহ বিভিন্ন নদী থেকে ট্রলার ভর্তি ইলিশ আসছে বরিশালের মোকামে । চলছে বেচা কেনা।

এখান থেকেই ট্রাক যোগে এই ইলিশ নিয়ে যাওয়া হয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে । আগে বড় ইলিশ বিক্রি হতো প্রতিমণ ৭০ হাজার টাকা যা এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকায় ।

ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৩শ টাকা মন । সরকার জাটকা নিধন বন্ধে কঠোর অবস্থান নেয়ায় এখন নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে । তবে বরফের সংকট ও যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় মাছ সংরক্ষণ করতে সমস্যা হচ্ছে।