আশুলিয়া থেকে অপহৃত ব্যবসায়ী মংলা থেকে উদ্ধার

আশুলিয়া থেকে অপহৃত ব্যবসায়ী মংলা থেকে উদ্ধার

শেয়ার করুন

নিজাম উদ্দিন, মংলা প্রতিনিধি:

সাভারের আশুলিয়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে মংলার কঢ়ুবুনিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় । আটক করা হয় অপহরণকারীকেও ।

র‌্যাব ৬ এর অপারেশন কর্মকর্তা লে: কমান্ডার জাহিদ জানায়, গত ৬ অক্টোবর সাভারের আশুলিয়ার বোরকা ব্যবসায়ী আবুল বাসার(৪০) কে ১০/১২ জনের একটি দল একটি মাইক্রোবাসে  জোর করে তুলে নেয়। এরপর ব্যাপক মারধর করে ও ১০ দিনের মত অপহরণ করে রাখে ও পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে।

পরে অপহৃত ব্যবসায়ীর পরিবার র‌্যাব ৬ এর সাথে যোগাযোগ করে। অপহরণকারীরা ব্যবসায়ী আবুল বাসারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। র‌্যাব গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অপহরণকারীদের  টাকা দিতে রাজি হয়। পরে র‌্যাব মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে মংলার কঢ়ুবুনিয়ার  একটি বাড়ী থেকে তকে উদ্ধার কওে এবং অপহরণকারী আরম সরদার(৪৫) কে আটক করা হয় । বাকীরা পালিয়ে যায় । অপহরণের বিষয়ে মামলা হবে আর অপহৃত ব্যবসায়ীকে পরিবারের কাছে বুলে দেয়া হবে ।