আশুলিয়ার ৫৯ পোশাক কারখানা এখনও বন্ধ

আশুলিয়ার ৫৯ পোশাক কারখানা এখনও বন্ধ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিজিএমই এর ঘোষণায় ৪র্থ দিনের মতো আজও বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি পোশাক কারখানা। বন্ধ থাকা কারখানাগুলোর প্রধান ফটকসহ গোটা শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে কয়েক হাজার আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য।

শ্রমিকদের কারখানা কিংবা মহাসড়কে না উঠতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের মুখে মঙ্গলবার থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ।

এর পর, শিল্পাঞ্চলের জামগড়া, জিরাবো, নরসিৎহপুর, বাইপাইল, আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে । ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের ঘটনায় ফাউনটেন, এনআরএন, দি রোজ ড্রেসেস, উইন্ডি গ্রুপ ও হামীম গ্রুপের পক্ষ থেকে প্রায় এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এছাড়া পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে ২টি । এরই মধ্যে ১০ শ্রমিক, ৮ শ্রমিক নেতা, স্থানীয় সাংবাদিক ও সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনিসহ গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। তবে ডিইপিজেডসহ অন্যান্য এলাকার পোশাক কারখানাগুলো খোলা রয়েছে।