মনিরুল আলমের কবিতা ‘এক মায়ের গল্প ‘

মনিরুল আলমের কবিতা ‘এক মায়ের গল্প ‘

শেয়ার করুন

 

পশ্চিমাকাশে ঢলে পড়েছে অস্তগামী সূর্যটা
সেই সূর্যের পানে বিষণ্ণ চোখে আটকে থাকে মায়ের দৃষ্টিটা।
আনমনে ভাবছেন তিনি -কতদিন দেখেন না
তাঁর বুকের রতন প্রাণপ্রিয় খোকন সোনাটাকে।
160562944_1936508779823381_1746501597940802700_oমনে হয় এইতো সেদিন খোকন এসে বলছে তাঁকে,
বলো না মা,মা ডেকে বুকে জড়িয়ে ধরতে আর পারবো না তোমাকে?
অবাক চোখে মা চেয়ে থাকেন পাগলছেলের পানে
বলে খোকন, সে কথাটাই বলছি তোমায় মা
লোভী শকুনি আঁকড়ে ধরেছে আমার প্রিয় মাতৃভূমি
এক বিন্দু জমিও দেব না আমরা, সুরক্ষিত থাকবে এ পবিত্র ভূমি।
বলে খোকন যাব মাগো দেশের কাজে
দিবানিশি দেশ যে মা আমায় ডাকে
এ সময় ভীরুর মতো থাকবো না ঘরে বসে
রক্ত পিশাচদের মারবো এবার কষে।
দুরন্ত জাদু সোনা ছুটলো দেশের ডাকে সেই ক্ষণে
মার আশিষ বারি খোকার পরে ঝরে পড়ে
ভাবেন মা দেশ মাতৃকার ডাকে খোকন তার মুক্তিযুদ্ধে গেছে
শত্রু মুক্ত করে দেশ বিজয়ীর বেশে আসবে সে মায়ের কাছে।
মা যতনে তৈরি করেন ছেলের প্রিয় নারকেল নাড়ু, নলেন গুড়ের সন্দেশ
চিড়ার মোয়া সাজিয়ে রাখেন সযতনে
কচি ডাব সাজিয়ে রাখেন ঘরে
আরো কি করবেন, রাঁধবেন ভেবে পান না বসে বসে।
চোখের জল ভেসে ভাবেন নিজ হাতে তুলে খাওয়াবেন বুকের ধনকে পাশে বসে।
দিন যায়, রাত যায়, মাস যায়, বছরও ফুরোয়
কই আসবে বলে খোকন সোনা তো তার আজও এলো না
আজকাল তাঁর রাতে ভালো ঘুম হয় না
আধো ঘুম ঘোরে দেখেন হাসছে তাঁর খোকন সোনা
জড়িয়ে ধরেছে আদুরে গলায় মা মা ডেকে তাঁকে।
হঠাৎ ঘুম ভেঙে দেখেন কোথায় খোকন
চারিদিকে একরাশ আঁধার, শুধুই শূন্যতা, খোকা কোথাও নেই
এখন খোকনের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে মাঝে মাঝে হারিয়ে ফেলেন কথার খেই
তবু মাঝে মাঝে আনমনে ভাবেন মা, খোকন রক্ত দিয়ে শোধ করেছে আমাদের রক্তঋণ
লাখো খোকনের বুকের রক্তে ভেজা স্বাধীনতা পেয়েছি আমরা
পেয়েছি মুক্ত-স্বাধীন দেশ, উজ্জ্বল সোনালি দিন।
লেখায় ব্যবহৃত ছবি- মনিরুল আলমের কন্যা জায়না আলম পিয়া’র আঁকা