মানিক মোহাম্মাদ রাজ্জাকের বই ‘এবং মোশতাকের মন্ত্রিসভা-বেইমানির ইতিবৃত্ত’

মানিক মোহাম্মাদ রাজ্জাকের বই ‘এবং মোশতাকের মন্ত্রিসভা-বেইমানির ইতিবৃত্ত’

শেয়ার করুন

161746895_1700803986773630_4691183994954831751_oবইমেলার প্যাভেলিয়ন ১৯-নালন্দা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে মানিক মোহাম্মাদ রাজ্জাকের নতুন বই ‘এবং মোশতাকের মন্ত্রিসভা-বেইমানির ইতিবৃত্ত’ ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্তজনেরাই একসময় অবতীর্ণ হয়েছিল বেইমানের ভূমিকায়। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগী হয়ে পরিবার সমতে হত্যা করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটি নিছক ক্ষমতা বদলের হত্যাযজ্ঞ ছিল না। দেশকে ধর্মান্ধতা ও ধনবাদী সমাজের সনাতন বলয়ে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে সংঘটিত হয়েছিল এই হত্যাযজ্ঞ। একই সাথে খুনিচক্র হত্যা করেছিল শিশু রাসেলের মতো নিষ্পাপ শিশুদেরও। কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, কারা এতে সম্পৃক্ত ছিলেন, এসব বিষয়কে উপজীব্য করে লেখা এবং মোশতাকের মন্ত্রিসভা-বেইমানির ইতিবৃত্ত’।

প্রকাশক: নালন্দা প্রকাশনী। প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর। পৃষ্ঠা: ২৮৮। মূল্য: ৫২৫ টাকা।