বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন চারজন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন চারজন

শেয়ার করুন

bangla_academy_6নিজস্ব প্রতিবেদক :

সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০১৮ প্রাপ্ত চার জনের নাম ঘোষনা করা হয়েছে।

কবিতায় পুরষ্কার পাচ্ছেন কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় আফসান চৌধুরী এবং প্রবন্ধ গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ। বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলন করে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পহেলা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।

১৯৬০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে পুরস্কারটি প্রদান করা হত, পরবর্তীতে ২০০৯ সাল থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়।