সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ ছাড়া মামলা কেন অবৈধ নয়

সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ ছাড়া মামলা কেন অবৈধ নয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ ছাড়া মামলা দায়ের এবং মামলা নেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় একজন ভুল আসামির জেলে থাকার বিষয়ে দুদক চেয়ারম্যানের প্রতিনিধিসহ চারজনকে আদালতে তলব করা হয়েছে। সোমবার একটি জাতীয় দৈনিকের এ সংক্রান্ত খবর হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

এর প্রেক্ষিতে বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। আগামী ৩ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।