নানা আয়োজনে পালিত হচ্ছে হুমায়ুন আহমেদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

নানা আয়োজনে পালিত হচ্ছে হুমায়ুন আহমেদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

শেয়ার করুন

37332305_1896041433751076_6841836800349044736_n
নিজস্ব প্রতিবেদক :

নানা আয়োজন আর ভক্তদের শ্রদ্ধা-ভালোবাসায় গাজীপুরে পালিত হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। বৃহস্পতিবার সকাল থেকে হুমায়ুন পরিবার, তাঁর ভক্ত, কবি, লেখক আর নাট্যজনরা ভিড় জমান নুহাশ পল্লীর লিচু তলায়। ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় লেখককে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিমু পরিবহনে চড়ে আসেন হলুদ পাঞ্জাবী পড়া হিমুরা এবং বিভিন্ন সাজে রুপাদের পদচারণায় প্রাণ ফিরে পায় নুহাশ পল্লী। দুপুর সাড়ে ১২টার দিকে, মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিয়ে হুমায়ুন আহমেদের কবরে পুস্পস্তবক অর্পন করেন।

দিনটি পালনে দিনব্যাপী কোরআন খানি,  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে নুহাশ পল্লীতে । এছাড়া এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।