ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার বিতর্কিত আইন পাস

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার বিতর্কিত আইন পাস

শেয়ার করুন

_102602466_mediaitem102602465
বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণার বিতর্কিত আইন পাস করলো ইসরায়েলী পার্লামেন্ট নেসেট।

বির্তকিত এই আইনের আওতায় রাষ্ট্রভাষা হিসেবে আরবীকে অবমাননাকর অবস্থায় রাখা হয়েছে। এতে বলা হয় জাতীয় স্বার্থেই ইহুদি বসতী সম্প্রসারন করা হচ্ছে।এ ছাড়া জেরুজালেমকে এককভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইসরায়লী আরব আইন প্রণেতারা এই আইনের নিন্দা করলেও এই আইন পাস করাকে একে একটি গুরুত্বপূর্ণ মূহুর্ত বলে উল্লেখ করেছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ডানপন্থি সরকার কর্তৃক সমর্থিত এই আইনে বলা হয় ঐতিহাসিকভাবে ইসরায়েল ইহুদিদের মাতৃভূমি ও এখানে স্বশাসনের অধিকার একমাত্র তাদের।