কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লালন উৎসব

কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লালন উৎসব

শেয়ার করুন

লালনশরীফুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধি :

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৭তম তিরোধান দিবস ১লা কার্ত্তিক। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় সাঁইজির আখড়া বাড়িতে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী লালনোৎসব। এ উৎসবকে ঘিরে এরই মধ্যে দেশ ও বিদেশের নানা প্রাপ্ত থেকে সাধূ, লালন ভক্ত ও অনুসারীরা আখড়াবাড়ির আঙিনায় আসন পেতে অবস্থান নিয়েছেন।

‘তোমার আর যাবে সঙ্গে’ সাইজির এই বানীকে প্রতিপাদ্য করে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে আজ সন্ধ্যায় আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ তিন দিনের এ উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কালী গঙ্গা নদীর পাড়ে লালন মঞ্চে এ উৎসবের উদ্বোধন করা হলেও সাঁইজির অনুসারী ও ভক্তবৃন্দ সাইঁজিকে স্মরন করবেন তাদের নিজস্ব রীতিতে।

তবে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিন দিনের এ উৎসব উদ্ধোধন করা হলেও ইতোমধ্যে সাধু ও ভক্তবৃন্দের পদভারে পরিপূর্ন হয়ে উঠেছে আখড়াবাড়ির আঙিনা ও এর আশপাশ। তারা অবিরাম ধারায় গেয়ে চলেছেন সাইজির বানী।