বান্দরবানে মগ লিবারেশন পার্টির এক সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবানে মগ লিবারেশন পার্টির এক সদস্যকে গুলি করে হত্যা

শেয়ার করুন

Bandarban
।। বান্দরবান প্রতিনিধি ।।
বান্দরবানের লামায় মংক‍্যচিং মারমা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মগ লিবারেশন পার্টির (এমএনপি) সদস্য বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত মংক্যচিং মার্মার শ্যালক অংসিং মার্মা জানান, তার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা সোমবার সন্ধ্যায় সেখানে বেড়াতে আসে। রাত সাড়ে ১২টায় ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে গুলি করে। সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে নিহত ব্যক্তি জনসংহতির সাথে জড়িত ছিল। অভ্যন্তরীণ দ্ব›েদ্বর এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও অনেকে মনে করছেন।
উল্লেখ্য বান্দরবানে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার লড়াইয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্ব›দ্ব চলে আসছে। এই সংঘাতে গত পাঁচ বছরে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।