সংঘাতের মধ্যেই সিরিয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ

সংঘাতের মধ্যেই সিরিয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার আলেপ্পোয় চলমান সংঘর্ষের মধ্যেই, নতুন করে শান্তি আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ। আগামী আগস্ট মাসেই সরকার, বিরোধীপক্ষ ও বিদ্রোহীদের নিয়ে আলোচনার সময় নির্ধারণ চলছে। সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত আল মাশহাদ এলাকায় সরকারী বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত দুদিনে সিরিয়ার উত্তরাঞ্চলের এই শহরে সরকারী বাহিনীর অভিযানে ৭৪ জনের মতো মানুষের প্রাণ গেছে।

২০১২ সাল থেকে আলেপ্পোর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে সরকারী বাহিনী আর পূর্বে রয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রনে। পুরো শহর পুনরুদ্ধারের জন্য চালানো অভিযানে এখন পর্যন্ত অনেক সিরিয়ান প্রাণ হারিয়েছেন।