হেপাটাইটিস বি প্রতিরোধে সচেতনতা

হেপাটাইটিস বি প্রতিরোধে সচেতনতা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সচেতনতার মাধ্যমেই হেপাটাইটিস থেকে মুক্ত থাকা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত সেমিনার চিকিৎসকরা বলেন, হেপাটাইটিস বি এক ধরনের ভাইরাস যা মুলত লিভারকে আক্রমণ করে।

রক্ত ও রক্তজাত পদার্থ মূলত এই ভাইরাসের বাহক।  তাই রক্ত নেয়া, দাঁড়ি কামানো এবং নারী-পুরুষে মিলনের ক্ষেত্রেও সচেতন থাকার পরামর্শ দেন তারা। সচেতনতার পাশাপাশি প্রতিষেধক টিকা নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর মোহাম্মদ আলী এবং ইউএপির উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।