জারদারিকে বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জারদারিকে বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শেয়ার করুন

835f4cf9d73d4cd7a13e969d399db1bc_18বিশ্বসংবাদ ডেস্ক :

অর্থ পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা দেয়া  হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

ইসলামাবাদে সাংবাদিকদের কাছে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ভূয়া ব্যাংক একাউন্ট খোলা ও  মাধ্যমে অর্থ পাচারে সঙ্গে জড়িত ১৭২ ব্যক্তির মধ্যে  আসিফ আলি জারদারি এবং তার বোন ফারিয়াল তালপুরের নাম রয়েছে। বিদেশ গমন নিয়ন্ত্রণ তালিকায় এই ব্যক্তিদের নাম যুক্ত করা হবে ।

এর আগে গত সপ্তাহে ফাওয়াদ চৌধুরী বলেছিলেন, জারদারির বিরুদ্ধে অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। ২০০৮ সাল থেকে ২০০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ আলী জারদারি। বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারের দায়িত্বে রয়েছেন তিনি। সরকারের এই প্রদক্ষেপ আইনি প্রক্রিয়ায় মোকাবেল করবেন বলে জানিয়েছেন আসিফ ্লী জারদারি।